“কাল দেখা হবে“, ব্রিগেড সভার প্রস্তুতি খতিয়ে দেখে বার্তা অভিষেকের

কলকাতা: রবিবার ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের ‘জনগর্জন সভা’। শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ সেখানে পৌঁছে প্রস্তুতির শেষপর্ব পরখ করে নিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এ দিন সভার মূল মঞ্চের খুঁটিনাটি খতিয়ে দেখেন। ঘুরে দেখেন অন্যান্য মঞ্চও। হাতে ম্যাপ নিয়ে মঞ্চের সব দিক, জমায়েতের জায়গা ঘুরে দেখে নিলেন। একসময় মাইক হাতে তুলে নিয়ে “জয় বাংলা” স্লোগানও দিলেন। নেতা-কর্মীদের উদ্দেশে বললেন, “কাল দেখা হবে।“

মূলত ব্রিগেডেের এই ‘জনগর্জন সভা’ থেকেই লোকসভা ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু করছে তৃণমূল। আর এই মঞ্চের অন্যতম আকর্ষণ সুবিশাল র‍্যাম্প। শনিবার সেই র‍্যাম্পেও নিজে হেঁটে দেখেন অভিষেক। সরাসরি ভিড়ের মধ্যে থেকে ব্রিগেডের বার্তা দেবেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, মোট তিনটি মঞ্চ গড়া হয়েছে ব্রিগেডে। বড় মঞ্চের দুপাশে রয়েছে তুলনামূলক ছোট দু’টি মঞ্চ। সামনে আরও দু’টি ছোট মঞ্চ রয়েছে। বিশাল ব়্যাম্প হয়েছে। এমনই চমকপ্রদ মঞ্চ থেকে মমতা-অভিষেকের বার্তায় অপেক্ষা করছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।

Related posts

শ্লীলতাহানির পর প্রকাশ্যে পুরনো এক ধর্ষণের অভিযোগ, রাজ্যপালের বিরুদ্ধে আন্দোলনে নামছে তৃণমূল

বাড়ছে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন কয়েকটি জেলায়

রচনার সমর্থনে আজ নির্বাচনী জনসভায় মমতা