Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বড় খবর! প্রাথমিক স্তরে সিমেস্টার পদ্ধতি বাতিল - NewsOnly24

বড় খবর! প্রাথমিক স্তরে সিমেস্টার পদ্ধতি বাতিল

কলকাতা: প্রাথমিক স্তরে সিমেস্টার পদ্ধতি চালুর ঘোষণাকে কড়া ভাষায় নস্যাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, প্রাথমিক স্তরে কোনও সিমেস্টার পদ্ধতি চালু হবে না। একই সঙ্গে শিক্ষা দফতরের দায়িত্বশীলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বৈঠকের সময় মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, কেন তাঁর বা মুখ্যসচিবের অনুমোদন ছাড়াই এমন নীতিগত সিদ্ধান্ত ঘোষণা করা হল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর জবাবে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘অনুমোদন হয়নি, অথচ খবর কাগজে বেরিয়েছে! এতে যে ভুল বার্তা ছড়িয়েছে, তার দায় কে নেবে?’’ বৈঠকের পরে শিক্ষামন্ত্রী জানিয়ে দেন, প্রাথমিকে সিমেস্টার পদ্ধতি চালু হবে না।

সিমেস্টার পদ্ধতির বিরোধিতার কারণও ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘ছোট ছাত্রছাত্রীরা এখনও ‘টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার’ শেখে। তাদের সিমেস্টারের চাপ দেওয়া একেবারেই যুক্তিযুক্ত নয়। আমি চাই তাদের পড়াশোনার ভার কমাতে।’’ কলেজ-বিশ্ববিদ্যালয়ে সিমেস্টার পদ্ধতি থাকলেও প্রাথমিক স্তরে তা চালু করা অনুচিত বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

গত সপ্তাহে প্রাথমিক স্তরে ‘ক্রেডিট বেসড সিমেস্টার সিস্টেম’ চালুর ঘোষণা করেছিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। ২০২৫ শিক্ষাবর্ষ থেকে এটি চালু করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি। তবে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরে গৌতম পাল সুর বদলে জানান, ‘‘আমরা এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। স্টুডেন্ট উইক শেষে আমরা বিষয়টি জানাব।’’

প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বার্তা দেন, ভবিষ্যতে কোনও নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁর অনুমোদন নিতে হবে। শিক্ষা দফতরের ক্ষেত্রে বিষয়টি নির্দিষ্ট হলেও, মুখ্যমন্ত্রীর এই বক্তব্য সব দফতরের জন্যই প্রযোজ্য বলে মত প্রশাসনের একাংশের।

Related posts

প্ররোচনায় পা দেবেন না, শান্তি বজায় রাখুন, বেলডাঙার অশান্তি নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

মুকুল রায়ের বিধায়কপদ খারিজে অন্তর্বর্তী স্থগিতাদেশ, হাই কোর্টের রায়ে আপাত বিরতি সুপ্রিম কোর্টের

বাংলাদেশি সন্দেহে ঝাড়খণ্ডে বাংলার শ্রমিক খুনের অভিযোগ, বেলডাঙায় রেল-সড়ক অবরোধ