Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
পশ্চিমবঙ্গে স্বাস্থ্যক্ষেত্রে বড়সড় নিয়োগ: চিকিৎসক, নার্স-সহ আট হাজারের বেশি শূন্যপদে নিয়োগের উদ্যোগ রাজ্যের - NewsOnly24

পশ্চিমবঙ্গে স্বাস্থ্যক্ষেত্রে বড়সড় নিয়োগ: চিকিৎসক, নার্স-সহ আট হাজারের বেশি শূন্যপদে নিয়োগের উদ্যোগ রাজ্যের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবাকে আরও মজবুত করতে চলেছে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও মেডিক্যাল কলেজে কর্মীঘাটতি মেটাতে এবার আট হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, এই নিয়োগ প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে এবং তার দায়িত্ব থাকবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (WBHRB)-এর উপর।

সরকারি তালিকা অনুযায়ী, ১৮৪৮ জন চিকিৎসক এবং ৫০১৮ জন নার্স নিয়োগ করা হবে। চিকিৎসকদের মধ্যে ১২২৭টি পদ থাকবে জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার (GDMO)-এর জন্য। পাশাপাশি ৬২১টি বিশেষজ্ঞ চিকিৎসকের পদে নিয়োগ হবে, যার মধ্যে বিভিন্ন শাখায় ৪৭টি সহকারী অধ্যাপকের পদ অন্তর্ভুক্ত। এইসব পদে আবেদন করতে হলে প্রার্থীদের মধ্যে কেউ কেউকে এমডি/এমএস পাশ করতে হবে, আবার কিছু ক্ষেত্রে ডিএম বা এমসিএইচ-এর মতো সুপার স্পেশ্যালাইজেশনও আবশ্যক।

সহকারী অধ্যাপক পদে সর্বাধিক নিয়োগ হবে সাধারণ মেডিসিন (৪৮ জন), অ্যানাস্থেসিওলজি (৪৭ জন) ও জেনারেল সার্জারি (৪৩ জন) বিভাগে।

নার্স নিয়োগেও বড়সড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য। মোট ৫০১৮টি গ্রেড-টু স্টাফ নার্সের পদ পূরণ করা হবে। এর মধ্যে বেসিক বিএসসি নার্সিংয়ের জন্য ২৩৩০ জন, পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের জন্য ২৫২ জন, জিএনএম (মহিলা) ২০৯২ জন এবং জিএনএম (পুরুষ) ৩৪৪ জন নিয়োগ পাবেন।

শুধু চিকিৎসক ও নার্সই নয়, স্বাস্থ্য পরিষেবায় সহায়ক অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ৬০০-রও বেশি মেডিক্যাল টেকনোলজিস্ট, ৩৫০ জন ফার্মাসিস্ট এবং ৩১ জন রেডিওফিজিসিস্ট। পাশাপাশি অডিওলজিস্ট, স্পিচ প্যাথোলজিস্ট, ফেসিলিটি ম্যানেজার (পূর্বতন ওয়ার্ড মাস্টার), জলপাইগুড়ির ফার্মাসি কলেজের অধ্যাপক, রাজ্য ড্রাগ ল্যাবরেটরি এবং নার্সিং কলেজের শিক্ষক পদও পূরণ করা হবে।

স্বাস্থ্যদপ্তরের তরফে জানানো হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বাছাই করা হবে। সমস্ত প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলছে।

উল্লেখযোগ্যভাবে, রাজ্যে সদ্য চালু হওয়া বেলুড়ের সরকারি যোগ ও নেচারোপ্যাথি মেডিক্যাল কলেজেও শিক্ষক ও চিকিৎসক নিয়োগের পরিকল্পনা রয়েছে।

স্বাস্থ্যখাতে এই বিপুল নিয়োগ রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে অনেকটাই মজবুত করবে বলে মনে করছেন প্রশাসনিক মহল। জনসাধারণের চিকিৎসাসেবা যাতে আরও দ্রুত ও সুচারুরূপে পৌঁছয়, তারই লক্ষ্যে রাজ্যের এই পদক্ষেপ।

Related posts

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন: ১২ রাজ্যে ৫০ কোটি ভোটারের হাতে পৌঁছল এনুমারেশন ফর্ম, বাংলায় বিতরণ ৯৯.৬৪%

৬ ডিসেম্বর সংহতি দিবসকে সামনে রেখে ধর্মতলায় বৃহত্তর সমাবেশ করবে তৃণমূল, উপস্থিত থাকতে পারেন মমতা ও অভিষেক

বিহার নির্বাচনে ভরাডুবির দায় স্বীকার করলেন প্রশান্ত কিশোর, ২০ নভেম্বর পালন করবেন নীরব উপবাস