প্রথম পাতা খবর মালদহে তৃণমূল নেতা খুনের ঘটনায় বিহারের ‘শুটার’ গ্রেফতার, মোট ধৃত ৮

মালদহে তৃণমূল নেতা খুনের ঘটনায় বিহারের ‘শুটার’ গ্রেফতার, মোট ধৃত ৮

279 views
A+A-
Reset

তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ১৭ দিনের মাথায় বিহারের পূর্ণিয়া থেকে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মহম্মদ আসরার (২২)। তদন্তকারীদের মতে, ইংরেজবাজারের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলালকে যে চারজন গুলি করেছিলেন, তাঁদের মধ্যে এক জন এই আসরার।

এর আগে সাতজনকে গ্রেফতার করেছিল পুলিশ। নতুন ধৃতকে জেরা করে খুনের পরিকল্পনা ও শুটারদের যোগসাজশ সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা চলছে।

গত ২ জানুয়ারি, ইংরেজবাজারের মহানন্দাপল্লিতে দুষ্কৃতীদের ছোড়া একাধিক গুলিতে নিহত হন দুলাল সরকার। তদন্তে নেমে পুলিশ বিহারের মহম্মদ সামি আখতার, আব্দুল গনি এবং ইংরেজবাজারের টিঙ্কু ঘোষ, অভিজিৎ ঘোষ, অমিত রজককে গ্রেফতার করে। পরে নরেন্দ্রনাথ তিওয়ারি ও স্বপন শর্মাও ধরা পড়েন।

তদন্তকারীদের দাবি, নরেন্দ্রনাথ ও স্বপনই এই খুনের মূল চক্রী। নরেন্দ্রনাথ তিওয়ারি মালদহ শহরের তৃণমূল সভাপতি ছিলেন। গ্রেফতারের পরেই তৃণমূল তাঁকে দল থেকে বহিষ্কার করে। তদন্তে উঠে এসেছে, দুলালকে হত্যার জন্য ৫০ লক্ষ টাকা ‘সুপারি’ দেওয়া হয়েছিল।

তদন্তে জানা যায়, দুলালকে খুন করতে চারজন ‘শুটার’ এসেছিলেন, আসরার তাঁদেরই এক জন। এখনো এই মামলায় আরও কয়েকজন অভিযুক্ত পলাতক রয়েছে। তাঁদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.