নন্দীগ্রাম: ভোটের দিন ঘোষণার আগেই পঞ্চায়েতের প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য-রাজনীতিতে। গেরুয়া শিবিরের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। যদিও রাজ্য বিজেপি নেতৃত্বের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি।
রবিবার নন্দীগ্রাম -২ ব্লকের হরিপুর ৫ নম্বর অঞ্চলে পঞ্চায়েতে নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। এদিন বিকালে হরিপুর অঞ্চলের দেবীপুর হাই স্কুল মাঠে বিজেপির নির্বাচনী সভা ছিল। সেই সভাতেই হরিপুর ৫ নম্বর অঞ্চলে পঞ্চায়েতে নির্বাচনের প্রার্থীতালিকা ঘোষণা করা হয়। পঞ্চায়েতের ১৫টি আসনের মধ্যে ১৪টিতে ও পঞ্চায়েত সমিতির আসনে প্রার্থী নাম ঘোষণা করেন বিজেপির তমলুক সংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাদ পাল।
এই ঘটনায় সুর চড়িয়ে তৃণমূল নেতা শেখ সুফিয়ান বলেন, “এখনও নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করেনি। এখন থেকে প্রার্থী ঘোষণা করছে কারণ ওরা জানে পরে প্রার্থী পাবে না। যতই আগে থেকে প্রার্থী দিক ওই ১৫টি আসনে জয়ী হবে তৃণমূল।”
সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য পরিতোষ পট্টনায়ক বলেন, “নন্দীগ্রামে হঠাৎ করে আগেভাগে বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করল কেন? আসলে সমস্যা হচ্ছে সাগরদিঘি উপনির্বাচনের পর পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকায় একাধিক সমবায় সমিতিতে সিপিএমের জয়। পায়ের তলার মাটি হারাচ্ছে সেটা বুঝতে পেরে ভীত সন্ত্রস্ত বিজেপি৷ তাই গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে আগে থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করল!’’