প্রথম পাতা খবর তৃতীয় ও চতুর্থ দফার ভোটের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

তৃতীয় ও চতুর্থ দফার ভোটের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

130 views
A+A-
Reset

ডেস্ক: তৃতীয় ও চতুর্থ দফার ভোটে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করল। ৬৩ আসনে প্রার্থী তালিকা প্রকাশ হল। এ দিন হেভিওয়েট নেতাদের নাম প্রার্থী তালিকায় দেখা গিয়েছে। তৃণমূল থেকে আসা রাজীব বন্দ্যোপাধ্যায় যেমন আছেন তেমনই মন্ত্রী তথা সাংসদ বাবুল সুপ্রিয় এবং সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও এবারের নির্বাচনে লড়ছেন। 
এক নজরে প্রার্থী তালিকা
আলিপুরদুয়ার: অশোক লাহিড়ি  (অর্থনীতিবিদ)
ডোমজুড়: রাজীব বন্দ্যোপাধ্যায়
সিঙ্গুর: রবীন্দ্রনাথ ভট্টাচার্য
তারকেশ্বর: স্বপন দাশগুপ্ত
দিনহাটা: নিশীথ প্রামাণিক
টালিগঞ্জ: বাবুল সুপ্রিয়
চণ্ডীতলা: যশ দাশগুপ্ত
বেহালা পূর্ব: পায়েল সরকার
কসবা: ইন্দ্রনীল খাঁ   (চিকিৎসক)
শ্যামপুর: তনুশ্রী চক্রবর্তী 
চুঁচুড়া: লকেট চট্টোপাধ্যায়
সোনারপুর দক্ষিণ: অঞ্জনা বসু
হাওড়া দক্ষিণ: রন্তিদেব সেনগুপ্ত

আরও পড়ুনঃ নিহত বাঘের থেকে আহত বাঘ আরও বেশি ভয়ঙ্কর: মমতা

হাওড়া উত্তর: উমেশ রায়
হাওড়া মধ্য: সঞ্জয় সিংহ
মেটিয়াব্রুজ: রামজি প্রসাদ
সাঁকরাইল: প্রভাকর পণ্ডিত
পাঁচলা: মোহিত ঘাঁটি
উলুবেড়িয়া পূর্ব: প্রত্যুষ মণ্ডল
উত্তরপাড়া: প্রবীর ঘোষাল

শ্রীরামপুর: কবীর শঙ্কর বসু
চাঁপদানি: দিলীপ সিংহ
বলাগড়: সুভাষচন্দ্র হালদার
পাণ্ডুয়া: পার্থ শর্মা

মেখলিগঞ্জ: দধিরাম রায়
মাথাভাঙা: সুশীল বর্মন
কোচবিহার উত্তর: সুকুমার রায়
শীতলকুচি: বরেন চন্দ্র বর্মন
সিতাই: দীপক রায়
তুফানগঞ্জ: মালতি রাভা রায়
কুমারগ্রাম: মনোজ ওঁরাও
কালচিনি: বিশাল লামা

আলিপুরদুয়ার: অশোক লাহিড়ি
মাদারিহাট: মনোজ টিগ্গা

ভাঙড়: সৌমি হাটি
যাদবপুর: রিঙ্কু নস্কর
মহেশতলা: উমেশ দাস
বজবজ: তরুণ আদক
বাসন্তী: রমেশ মাঝি

কুলতলি: মিণ্টু হালদার
কুলপি: প্রণব মল্লিক
রায়দিঘি: শান্তনু বাপুলি
মন্দিরবাজার: দিলীপ জাটুয়া

জয়নগর: রবীন সর্দার
ক্যানিং পশ্চিম: অর্ণব রায়
ক্যানিং পূর্ব: কালীপদ নস্কর 
বারুইপুর পশ্চিম: দেবোপম চট্টোপাধ্যায়
মগরাহাট পূর্ব: চন্দন নস্কর
মগরাহাট পশ্চিম: মানস সাহা
ডায়মন্ডহারবার: দীপক হালদার
সাতগাছিয়া: চন্দন পাল দাস

বিষ্ণুপুর: অগ্নিশ্বর নস্কর

উলুবেড়িয়া উত্তর: চিরণ বেরা
বাগনান: অনুপম মল্লিক
আমতা: দেবতনু ভট্টাচার্য
উদয়নারায়ণপুর: সুমিতরঞ্জন কাঁড়ার
জাঙ্গিপাড়া: দেবজিৎ সরকার
হরিপাল: সমীরণ মিত্র
ধনেখালি: তুষার মজুমদার
পুরশুড়া: বিমান ঘোষ
গোঘাট: বিশ্বনাথ কারক
খানাকুল: সুশান্ত ঘোষ

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.