Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কলকাতা পুরভোট: বিজেপির বিরিয়ানিতে নজরদারি তৃণমূলের! - NewsOnly24

কলকাতা পুরভোট: বিজেপির বিরিয়ানিতে নজরদারি তৃণমূলের!

ভোট বা নির্বাচনকে কেন্দ্র করে এর আগে বহুরকম অভিযোগই শুনতে অত্যন্ত অভ্যস্ত আমরা। কিন্তু তাইবলে বিরিয়ানিও যে ভোটের লড়াই এর একটা যুতসই বিষয় হয়ে উঠতে পারে সেটাই প্রমাণ করল রবিবাসরীয় কলকাতার পুর নির্বাচন।

তৃণমূলের তরফে এদিন অভিযোগ তোলা হয় যে, উত্তর কলকাতার একটি ওয়ার্ডে বিজেপির তরফে ভোটারদেরকে বিরিয়ানি খাইয়ে প্রভাবিত করবার চেষ্টা করা হচ্ছে। যদিও বিজেপির তরফে সেই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়। বিজেপি জানায় বিরিয়ানি শুধুই তাদের এজেন্টদের জন্য। কোনও ভোটারকে বিরিয়ানি খাওয়ানো হয়নি।

ঘটনাস্থল কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ড। তৃণমূলের তরফে অভিযোগ ওঠে যে, এলাকারই একটি হাসপাতালের ছাদে রান্না করা হয়েছে বিপুল পরিমাণ বিরিয়ানি। আর রান্না করা সেই বিরিয়ানি শুধুমাত্র দলের এজেন্টদের দেওয়া হচ্ছে এমন নয়। ভোটারদের মধ্যেও ডেকে ডেকে রীতিমত বিলি করা হচ্ছে সেই বিরিয়ানি।

এই অভিযোগ তুলে ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অয়ন চক্রবর্তী সোজা হাজির হয়ে যান ওই হাসপাতালের সামনে। এরপর সেখানে রীতিমত অবস্থান বিক্ষোভ শুরু করে দেয় তৃণমূল কর্মী সমর্থকরা। তৃণমূল প্রার্থীর আরও অভিযোগ, ওই হাসপাতালে বহিরাগতদের রেখেছে বিজেপি। এই পরিস্থিতিতে হাসপাতালের থেকে একটিও বিরিয়ানির হাঁড়ি বার করতে দেওয়া হবে না বিজেপি কে। যদিও ওই হাসপাতালের এক কর্মীর বক্তব্য, বিরিয়ানি রান্না করা হয়েছে শুধুমাত্র হাসপাতালের লোকেদের জন্যই।

Related posts

শুধু কলকাতায় কেন? আইপ্যাক অভিযানে ‘তথ্য চুরি’র অভিযোগ, ইডিকে নিশানা অভিষেকের

আইপ্যাক অভিযান নিয়ে মুখ খুললেন সিপি

এসআইআর শুনানি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, কমিশনকে পঞ্চম চিঠি