শিলিগুড়িতে জল্পনা, মমতার বৈঠকে হাজির বিজেপির সাংসদরা!

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে শিলিগুড়িতে সবাইকে প্রায় অবাক করেই উপস্থিত হলেন বিজেপি-র এক বর্তমান সাংসদ এবং এক প্রাক্তন সাংসদ।

আদিবাসীদের উন্নয়নের লক্ষ্যে ডাকা আদিবাসী পরিষদের সভায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই আদিবাসী পরিষদের এই বৈঠকে মঙ্গলবার উপস্থিত হয়েছিলেন বিজেপি-র মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ দশরথ তিরকে।

খুব স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর ডাকা এই বৈঠকে দুই বিজেপি নেতার উপস্থিতি নিয়ে রাজ্য রাজনীতিতে যথেষ্টই কৌতূহল সৃষ্টি হয়েছে। যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেননি কোনও পক্ষই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বলেছেন যে, ‘‘এটা একটা রুটিন বৈঠক মাত্র, এর বেশি কিছু নয়।’’

এদিনের এই কৌতূহল উদ্রেককারী বৈঠক এর শেষে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, “আদিবাসী পরিষদের বৈঠক ছিল আজ। প্রশাসনিক আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। আদিবাসীদের উন্নয়ন নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে। ২০২৭ সালের মধ্যে রাজ্যের আদিবাসীদের জন্য ২০ লক্ষ ঘর নির্মাণ করা হবে।”

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন