কলকাতা: বুধবার রাজ্য বাজেট পেশের আগে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তৃণমূলের মন্ত্রী-বিধায়কদের পাশাপাশি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিও ছিলেন। তবে বিজেপির কোনও বিধায়ক এই বৈঠকে যোগ দেননি।
এই অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বিরোধীদের এই বৈঠকে উপস্থিত থাকা উচিত ছিল। অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা দাবি করেন, বিরোধীরা অংশ না নেওয়ার জন্য সরকারই দায়ী।
বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকের পর বাজেট পেশের আগে দুটি মন্ত্রিসভা বৈঠক হবে। প্রথম বৈঠক বিকেল সাড়ে তিনটায় এবং দ্বিতীয় বৈঠক পৌনে চারটেয়। এই দ্বিতীয় বৈঠককে বাজেটের আগে মন্ত্রিসভার “বিশেষ বাজেট বৈঠক” হিসেবে ধরা হয়।