কলকাতা: একাধিক দাবিদাওয়া নিয়ে বিজেপির নবান্ন অভিযান মঙ্গলবার। তা ঘিরে যাতে বড়ো ধরনের গোলমাল না হয়, তার জন্য কোমর বেঁধেছে পুলিশ-প্রশাসন। তবে এই কর্মসূচির জন্য পুলিশি অনুমতি মেলেনি। অনুমতি চাওয়া হলেও হাওড়া কমিশনারেট তা দেয়নি।
বিজেপি নেতা দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তিন দিক থেকে মিছিল যাওয়ার কথা নবান্নর দিকে। পুলিশের অনুমতি না মেলার প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, “আমাদের তিন নেতা হাওড়া, কলেজ স্কোয়ার এবং সাঁতরাগাছি থেকে নবান্ন চলো অভিযান পরিচালনা করবেন। তৃণমূল কংগ্রেস আমাদের সমাবেশ বন্ধ করার চেষ্টা করছে। আমাদের, কারও কাছ থেকে, বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতির প্রয়োজন নেই”।
তিনি আরও বলেন, “আমরা খুব একটা আশাও করিনি যে, অনুমতি পাওয়া যাবে। তৃণমূল সরকার আমাদের পথসভা করতেও বাধা দেয়! সেটা জেলা বা ব্লকেও। সেখানে নবান্ন অভিযানে বাধা দেবে এটা আর নতুন কথা কী? তবে যে কারণে আমরা এই কর্মসূচি নিয়েছি, তা গোটা রাজ্যের মানুষের দাবি। আমাদের কর্মীরা পুলিশের বাধা সত্ত্বেও অভিযানের জন্য তৈরি”।
ইতিমধ্যেই উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুরে বিজেপি কর্মীদের ‘বাধা’ দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে। এ দিন যাতে বড়ো ধরনের গোলমাল না-হয়, তার জন্য কোমর বাঁধছে পুলিশ-প্রশাসন।
*প্রতীকী ছবি: হিন্দুস্তান টাইমস-এর সৌজন্যে
আরও পড়ুন: বাংলায় ‘অতি সক্রিয়’ ইডি-সিবিআই, বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে চলেছে রাজ্য সরকার