বাংলায় ‘অতি সক্রিয়’ ইডি-সিবিআই, বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে চলেছে রাজ্য সরকার

কলকাতা: একের পর এক ঘটনায় ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। এ বার বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে রাজ্য সরকার।

আগামী বুধবার থেকে শুরু হতে চলেছে বিধানসভার স্বল্পকালীন অধিবেশন। সেখানেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ‘অতি সক্রিয়তা’র বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ১৯ সেপ্টেম্বর বিধানসভায় এই প্রস্তাবটি আনা হবে বলে জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

সোমবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, কেন্দ্রীয় সংস্থা নিয়ে একটা প্রস্তাব জমা পড়েছে। সেটা নিয়ে আলোচনা হবে। বিরোধীরাও বলবে। এই রাজ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে। সকলকে ভয় দেখানোর চেষ্টা চলছে। রাত হলে এর-ওর বাড়ি চলে যাচ্ছে সংস্থাগুলি।

সরকার পক্ষের যুক্তি, সিবিআই, ইডি, আয়কর বিভাগের মতো তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বিজেপি। তৃণমূলের দুই নেতা পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল জেলে রয়েছেন। এ হেন প্রেক্ষাপটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে চলেছে রাজ্য
সরকার।

আরও পড়ুন: উৎকর্ষ বাংলা প্রকল্পে নিয়োগপত্র পেলেন ১১ হাজার, বিপুল কর্মসংস্থানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Related posts

লোকসভা ভোটের কারণে কি জামিন পাবেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল? তাৎপর্যপূর্ণ পদক্ষেপ সুপ্রিম কোর্টের

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতহানির অভিযোগ! চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে পথে তৃণমূল মহিলা কংগ্রেস

মালদহে দেবের হেলিকপ্টারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন তারকা অভিনেতা