প্রথম পাতা খবর ৪ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি-৩, কংগ্রেস-১

৪ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি-৩, কংগ্রেস-১

269 views
A+A-
Reset

নয়াদিল্লি: চার রাজ্যের বিধানসভা নির্বাচনে ব্যাপক সাফল্য গেরুয়া শিবিরের। কংগ্রেসের হাতছাড়া হল ছত্তীসগঢ় এবং রাজস্থান। সান্ত্বনা তেলঙ্গনা। মধ্যপ্রদেশের ক্ষমতা ধরে রেখে লোকসভা ভোটের আগে ছত্তীসগঢ় এবং রাজস্থানেও সাফল্য পেল বিজেপি। আগামীকাল (সোমবার) মিজোরামের ভো‌‌টগণনা।

রাজস্থানে অশোক গহলৌতের কংগ্রেস সরকারকে বিপুল ব্য়বধানে পরাস্ত করল বিজেপি। ১৯৯ আসনের বিধানসভায় বিজেপি ১১৫টি আসনে এগিয়ে। অন্য দিকে বিদীয় শাসক দল কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৭০টি আসন।

ছত্তীসগঢ়েও পালাবদল। গণনার প্রাথমিক পর্বে বিজেপি-কংগ্রেস জোর টক্কর হলেও ক্রমশ ব্যবধান বাড়ায় গেরুয়া শিবির। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৯০টি আসনের মধ্যে বিজেপি ৫৪ এবং কংগ্রেস ৩৪টি আসনে জয়ী/এগিয়ে।

মধ্যপ্রদেশের ২৩০টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে/জয়ী ১৬৭টি আসনে। অনেক পিছিয়ে কংগ্রেস পেতে পারে ৬২টি আসন।

৪ রাজ্যের মধ্যে একমাত্র তেলঙ্গনায় দাগ কাটতে পেরেছে কংগ্রেস। এই রাজ্যে কংগ্রেসের ঝুলিতে পড়েছে ৬৫টি আসন। বিআরএস পেয়েছে ৩৮টি আসন। বিজেপির ঝুলিতে পড়েছে মাত্র ৯টি আসন। এআইএমআইএম পেয়েছে ৬টি আসন এবং অন্যান্যরা পেয়েছে ১টি আসন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.