ফরাক্কা: রবিবার রাত দেড়টা নাগাদ বালি বোঝাই লরির সঙ্গে আপ রাধিকাপুর এক্সপ্রেসের সংঘর্ষ। দুর্ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের ফরাক্কার বল্লালপুরের ব্রিজের নীচে।
রেল সুত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় কলকাতা থেকে ছেড়ে রাধিকাপুর যাচ্ছিল কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস। রাত ১টা ৩০মিনিট নাগাদ মুর্শিদাবাদের ফরাক্কার বল্লালপুরের ব্রিজের নীচে রেললাইনে উপর একটি বালি বোঝাই লরি চলে আসে। তা দেখেই ট্রেনের চালক জরুরিকালীন ব্রেক কষেন। তাতেও ধাক্কা এড়ানো সম্ভব হয়নি। রাধিকাপুর এক্সপ্রেস ধাক্কা মারে বালি বোঝাই লরিতে।
আচমকা ব্রেক কষার কারণ ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়। ট্রেনের ইঞ্জিনে আগুনও লেগে যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দমকলের ২টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে। যদিও এর জেরে কোনও হতাহতের খবর মেলেনি।
ট্রেনের ধাক্কায় ট্রেনের ধাক্কায় লরিটি দুমড়ে মুচড়ে গিয়েছে। ট্রেনের ইঞ্জিনও লাইনচ্যুত হওয়ার পাশাপাশি সেখানকার রেললাইনেরও ক্ষতি হয়েছে। এই দুর্ঘটনার জেরে ওই লাইন দিয়ে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল।