ওয়েবডেস্ক : দিল্লিতে ফের বিস্ফোরণের নিশানায় ইজরায়েলি দূতাবাস। শুক্রবার বিকেলে এ পি জে আব্দুল কালাম রোডে অবস্থিত দূতাবাসের সামনে বিস্ফোরণ। কেউ হতাহত হননি বলে প্রাথমিক খবর। তবে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই বিস্ফোরণের ঘটনাকে জঙ্গি হামলা বলে সন্দেহ করছে দিল্লি পুলিশ। ঘটনার পরেই এলাকায় ছুটে যায় দমকল। দিল্লি পুলিশের ফরেন্সিক দলও ঘটনাস্থলে পৌঁছায়।
প্রাথমিক খবরে জানা গিয়েছে, দূতাবাসের প্রায় দেড়শো মিটার দূরে একটি আবাসনের সামনের ফুটপাথে প্লাস্টিকের ব্যাগের মধ্যে আমোনিয়াম নাইট্রেট জাতীয় বিস্ফোরক রাখা ছিল।
আরও পড়ুন : বিরোধীশূন্য সংসদে কৃষি আইনের সমর্থনে রাষ্ট্রপতির ভাষণ
বিস্ফোরণের সময় ২ কিলোমিটার দূরে রাইসিনা হিলসের বিজয় চকে চলছিল ‘বিটিং রিট্রিট’। সেখানে হাজির ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই নিরাপত্তার কারণে এলাকা ঘিরে বেষ্টনী তৈরি করে দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী।
এর আগে ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে দিল্লির ইজরায়েলি দূতাবাসের একটি গাড়িতে ‘স্টিকার বোমা’ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ঘটনার পিছনে ইরানের মদতপুষ্ট জঙ্গিদের হাত থাকার অভিযোগ উঠেছিল।