খাস কলকাতায় ইমারতি ব্যবসায়ীর রহস্যমৃত্যু, বন্ধ বরফকল থেকে উদ্ধার দেহ

কলকাতা: মানিকতলার মুরারিপুকুরে এক ব্যবসায়ীর রহস্যমৃত্যু। বাড়ি সংলগ্ন বরফকল থেকে উদ্ধার দেহ। পরিবারের অভিযোগ, মাথায় মিলেছে আঘাতের চিহ্ন।

পুলিশসূত্রের খবর, ব্যবসায়ীর নাম অমিত রাম (৪০)। পরিবার সূত্রে জানা গিয়েছে, এই ব্যবসায়ী বিভিন্ন জায়গায় ইমারতি সামগ্রী সরবরাহ করতেন।

মৃত ব্যবসায়ীর স্ত্রীর অভিযোগ, খুন করা হয়েছে তাঁর স্বামীকে। হাতে, গলায় সব জায়গাতে আঁচড়ের দাগ পাওয়া গেছে। তবে প্রতিবেশীদের দাবি, অত্যন্ত শান্ত স্বভাবের ছিলেন অমিত। কারও সঙ্গে অশান্তি থাকার কথা নয়।

ইতিমধ্যেই পুলিশের তরফ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় আরজিকর হাসপাতালে। খুন না কি আত্মহত্যা? জানতে তদন্ত শুরু করেছে মানিকতলা থানার পুলিশ। রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: বর্ষা-বিদায় এখনই নয়, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?