কলকাতা: সোমবার ইডেন গার্ডেন্সের ভিতর থেকে উদ্ধার হল একটি ঝুলন্ত দেহ। রাজ্যের ক্রিকেট সংস্থা সিএবি-র তরফে জানা গিয়েছে, যাঁর দেহ উদ্ধার হয়েছে, তাঁর বাবা ইডেনের গ্রাউন্ড স্টাফের কাজ করেন। কী কারণে যুবকের মৃত্যু হল, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনায় প্রকাশ, সোমবার সকালে ইডেনের ভিতর যুবকের দেহ ঝুলতে দেখা যায়। এর পর ইডেনের এক কর্মী সাড়ে ৭টা নাগাদ খবর দেন পুলিশকে। খবর পেয়ে ইডেনে আসে ময়দান থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম ধনঞ্জয় বারিক। ২১ বছরের ওই যুবক আদতে ওড়িশার ভদ্রক জেলার বাসিন্দা। তাঁর বাবা গণেশ চন্দ্র বারিক ইডেনের গ্রাউন্ড স্টাফের কাজ করেন। বাবার কাছেই কোয়ার্টারে থাকছিলেন ধনঞ্জয়। ওড়িশা থেকে কলকাতায় কাজের খোঁজেই এসেছিলেন ওই যুবক। তবে, তেমন কোনো কাজ মেলেনি বলেই জানা গিয়েছে পরিবার সূত্রে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের পরিবার তাদের জানিয়েছে যে, রবিবার থেকেই নিখোঁজ ছিলেন তিনি। ভুগছিলেন মানসিক অবসাদে। তবে, এটা স্রেফ আত্মঘাতী হওয়ার ঘটনা, না নেপথ্যে অন্য কোনও কারণ, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।