ওয়েবডেস্ক : পরপর বহু নক্ষত্র পতনের সাক্ষী হয়েছে ২০২০-এর বলিউড।
ইরফান খান : ক্যান্সার কেড়ে নিল বলিউডের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা ইরফান খানকে। ৩৫ বছরের অভিনয়জীবন। শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কার, ৪টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, পদ্মশ্রী পান। এ ছাড়াও বহু পুরস্কার লাভ করেন। ২৯ এপ্রিল মারা যান ইরফান খান।
ঋষি কাপুর : ৩০ এপ্রিল মারা যান প্রবীণ অভিনেতা ঋষি কাপুর। ‘মেরা নাম জোকার’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয়ে আত্মপ্রকাশ। ১টি জাতীয় পুরস্কার, ৪টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ও ৩টি জি সিনে অ্যাওয়ার্ড ছিল বলিউডের চিন্টুর ঝুলিতে।
ওয়াজিদ খান : করোনায় আক্রান্ত হয়ে ১ জুন মারা যান বিখ্যাত সাজিদ-ওয়াজিদ জুটির অন্যতম সংগীত পরিচালক ওয়াজিদ খান।
বাসু চট্টোপাধ্যায় : ৪ জুন মারা যান পরিচালক বাসু চট্টোপাধ্যায়। শ্রেষ্ঠ পরিচালক ও বেস্ট স্ক্রিনপ্লে ফিল্ম অ্যাওয়ার্ড, শ্রেষ্ঠ ছবির জন্য ফিল্ম ক্রিটিক অ্যাওয়ার্ড-সহ বহু পুরস্কার পান।
সুশান্ত সিংহ রাজপুত : ১৪ জুন মৃত্যু হয় সুশান্ত সিংহ রাজপুতের। বাসভবন থেকে উদ্ধার হয় দেহ। তাঁর মৃত্যুর তদন্ত চালাচ্ছে তিন কেন্দ্রীয় সংস্থা সিবিআই, ইডি ও এনসিবি।
সরোজ খান : ৩ জুলাই বলিউডের জনপ্রিয় নৃত্য পরিচালক সরোজ খান মারা যান। মাত্র তিন বছর বয়সে শিশুশিল্পী হিসাবে তার কর্মজীবন শুরু। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। বয়স হয়েছিল ৭১ বছর।
জগদীপ : ৮ জুলাই মারা যান কমেডিয়ান অভিনেতা জগদীপ। চার শতাধিক ছবিতে কাজ করেছেন জগদীপ। দীর্ঘদিন ধরে বিভিন্ন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন।
নিশিকান্ত কামাত : ১৭ আগস্ট মারা যান পরিচালক নিশিকান্ত কামাত। লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে হায়দরাবাদের একটি হাসপাতালে মারা যান তিনি।
এস পি বালাসুব্রহ্মণ্যম : করোনাজনিত জটিলতায় ২৫ সেপ্টেম্বর চেন্নাইয়ের একটি হাসপাতালে মারা যান গায়ক এস পি বালাসুব্রহ্মণ্যম।
ফরাজ খান : ৪ নভেম্বর মারা যান ‘মেহন্দি’ অভিনেতা ফরাজ খান। বুকে সংক্রমণের ফলে স্নায়ুজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।
আসিফ বাসরার : ১২ নভেম্বর ‘পাতাললোক’ অভিনেতা আসিফ বাসরার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। হিমাচল প্রদেশের ম্যাকলিয়ডগঞ্জের বাসভবন থেকে উদ্ধার হয় তাঁর দেহ। পুলিশের অনুমান, তিনি আত্মহত্যা করেছেন।