কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক, যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ

কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক। ব্রিটেনগামী কাতার এয়ারওয়েজের বিমানে যাত্রীর চিৎকারে আতঙ্ক। বিমান খালি করে তল্লাশি। বোমাতঙ্কের জেরে রাত সাড়ে তিনটে থেকে বিমানবন্দরেই দাঁড়িয়ে বিমানটি। তবে কোনো সন্দেহজনক বস্তুর সন্ধান মেলেনি।

বিমানবন্দর সূত্রে খবর, রাত ৩টে ২৯ মিনিটে টেক-অফের আগে এক যাত্রী বিমানে বোমা রাখা আছে চিৎকার করতে শুরু করেন। তাঁর দাবি, বিমানে বিস্ফোরক রাখা রয়েছে। তড়িঘড়ি নামিয়ে আনা হয় যাত্রীদের। আনা হয় স্নিফার ডগও।

পুলিশ কুকুর নিয়ে তল্লাশি শুরু হয়। বিমানবন্দর সূত্রে খবর, ওই যাত্রী মানসিকভাবে অসুস্থ বলে তাঁর পরিবার জানিয়েছে। ওই ব্রিটিশ নাগরিকের বাবার দাবি, তাঁর ছেলে বিরল মানসিক রোগে আক্রান্ত। যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে সিআইএসএফ।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক