150
ডেস্ক: আগের সব রেকর্ড ভেঙে দেশে এই প্রথমবার দৈনিক সংক্রমণ পেরিয়ে গেল ৩ লক্ষের বেশি। এটিই দেশের তথা বিশ্বের সর্বকালের সর্বাধিক সংক্রমণের রেকর্ড। প্রতি মিনিটে দেশে ২১৯ জন আক্রান্ত হচ্ছেন। উদ্বেগ বাড়িয়েছে এই পরিসংখ্যান। পাশাপাশি বেড়েছে মৃতের সংখ্যাও। দেশে একদিনেই করোনা সংক্রমণে মৃত্যু ভারতে প্রতি সেকেন্ডে সংক্রমিত হচ্ছেন ৪ জন।
আরও পড়ুন: করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন সীতারাম ইয়েচুরির ব়ড় ছেলে আশীষ
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৯৬৫। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ৮৮০ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২২ লাখ ৯১ হাজার ৪২৮।