আজ সংসদে বাজেট পেশ

নয়াদিল্লি: বুধবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট অধিবেশন। আজ বেলা ১১টায় লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট প্রস্তাব পেশ করবেন।

বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে বাজেট পেশ করবেন। তবে এটি হবে ভোট অন অ্যাকাউন্ট। সম্ভবত এই বছরের এপ্রিল-মে মাসে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে ১ ফেব্রুয়ারিতে পেশ করা বাজেটটি একটি অন্তর্বর্তী বাজেট বা ‘ভোট অন অ্যাকাউন্ট’। অন্তর্বর্তীকালীন বাজেটে নতুন সরকার গঠনের আগ পর্যন্ত রাজস্ব ও ব্যয়ের খতিয়ান পেশ করা হয়। যাতে দেশের অর্থনীতির সুষ্ঠু পরিচালনায় কোনো সমস্যা না হয় এবং সামগ্রিক অর্থনীতির ভারসাম্য বজায় থাকে।

লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের মোদী সরকারের এই অন্তর্বর্তী বাজেট জনমোহিনী হয়ে উঠতে পারে বলে বিভিন্ন মহলের আশা। মধ্যবিত্তের আয়করে বড়সড় রেহাই, কৃষকদের বিভিন্ন সুযোগসুবিধা প্রদান, মহিলা ও যুব সম্প্রদায়ের জন্য বিভিন্ন প্রকল্পের ঘোষণার মাধ্যমে ভোটবাক্স আরও মজবুত করার প্রয়াস চোখে পড়তে পারে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক