221
আজ, বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বসছে রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক। আগে এই বৈঠক হওয়ার কথা ছিল বৃহস্পতিবার, তবে মুখ্যমন্ত্রীর কর্মব্যস্ত সূচির কারণে একদিন এগিয়ে আনা হয়েছে বৈঠকটি। প্রশাসনিক সূত্রে এমনটাই জানা গিয়েছে।
পশ্চিম মেদিনীপুর জেলা সফর সেরে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী। আগামী সোমবার দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়ার কথা রয়েছে তাঁর। তার আগে রাজ্য প্রশাসনের নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পরিকল্পনা চূড়ান্ত করতে এই বৈঠকের গুরুত্ব বাড়ছে।
বৈঠকে একাধিক প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলেছে নবান্ন সূত্রে। নজর থাকবে শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো এবং কৃষি সংক্রান্ত দপ্তরগুলির উপরেও।