ডেস্ক: ৫-মে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ১০ মে, শপথ নেবে তাঁর মন্ত্রিসভা। তৃণমূল সূত্রে খবর, সোমবার মন্ত্রীপদে শপথ নেবেন ৪৩ জন। তাঁর মধ্যে ২৪ জন পূর্ণমন্ত্রী, ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৯ জন প্রতিমন্ত্রী।
থ্রোনরুমেই কোভিড আবহে শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা। কোভিড-বিধি মেনে হবে শপথগ্রহণ হবে। শপথ গ্রহণের পর নবান্নে হবে মন্ত্রিসভার বৈঠক। সেখানে মন্ত্রিদের মধ্যে দফতর বন্টন করা হবে বলে খবর।
তবে দু’জন সশরীরে হাজির থাকবেন না। ব্রাত্য বসু করোনা আক্রান্ত, তাই তিনি হাজির থাকতে পারবেন না। অমিত মিত্রের আসাও অনিশ্চিত বলে মনে করা হচ্ছে। প্রয়োজনে তাঁদের ভার্চুয়ালি শপথ নিতে দেখা যেতে পারে। এ দিকে, সাত সকালে পুজো দিলেন হবু মন্ত্রী বেচারাম মান্না। রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতি হিসেবে শপথ নেবেন তিনি। শপথ গ্রহন অনুষ্ঠানে যাওয়ার আগে মন্দিরে নিজেই পুজো দেন তিনি।
আরও পড়ুন: নতুন পুরনো মিলিয়ে সেজে উঠছে মমতার মন্ত্রিসভা, দেখে নিন তালিকা
করোনা হওয়ার কারণে ভার্চুয়ালি শপথ নেবেন রথীন ঘোষ। তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে। মুখ্যমন্ত্রী আমার ওপর আস্থা রেখেছেন।’ তিনি আরও বলেন, ‘যে কাজই আমাকে দেওয়া হোক না কেন সেই কাজই ভালো ভাবে করার চেষ্টা করব। আমার মাথা আরও উঁচু করব।’