ডেস্ক: করোনা বিধি মেনে মাত্র সাত মিনিটের মধ্যে শপথ সারা হল। রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একসঙ্গে শপথ নিলেন পূর্ণ মন্ত্রীরা। একসঙ্গে শপথ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদের। একসঙ্গে শপথ প্রতিমন্ত্রীদের। ভার্চুয়াল শপথ নিলেন অমিত মিত্র, ব্রাত্য বসু, রথিন ঘোষ।
করোনা আক্রান্ত হওয়ায় বাড়িতে বসেও শপথ নিলেন ব্রাত্য বসু ও রথীন ঘোষ। অন্য দিকে শারীরিক অসুস্থতার কারণে ভার্চুয়ারি শপথ নিলেন অমিত মিত্রও।মন্ত্রীদের শপথগ্রহণের পর রাজ্যপাল বেশ কথা বলেন নবনির্বাচিত মন্ত্রিদের সঙ্গেও। নিয়ম অনুযায়ী যৌথ ছবিও তোলা হয় রাজভবনে।
এবার এক তৃতীয়াংশ নতুন মুখ থাকছে মমতার টিমে। অন্য দিকে অভিজ্ঞ রাজনীতিকদেরও জায়গা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এবার প্রথম তিন মন্ত্রী ভার্চুয়ালি শপথ নিলেন।
আরও পড়ুন: থ্রোনরুমেই কোভিড আবহে শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা, ভার্চুয়াল শপথ নেবেন তিন জন
২০১১-২০১৬ সালের মন্ত্রিসভা গঠনের যে আড়ম্বর, তা এবার করোনার কারণেই দেখানো গেল না। সূত্রের খবর এদিনই নবান্নতে প্রথম ক্যাবিনেট বৈঠক, মমতা বন্দ্যোপাধ্যায় আজই বুঝিয়ে দেবেন কে কোন দায়িত্ব পাচ্ছেন। করোনা পরিস্থিতি মাথায় রেখেই যুদ্ধকালীন পরিস্থিতিতে দফতর বুঝিয়ে দেওয়া হবে মন্ত্রীদের। নব নির্বাচিত মন্ত্রীদের মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন, করোনাকে অগ্রাধিকার দিতে হবে, বিনম্র হয়ে মানুষের জন্য কাজ করতে হবে।