প্রথম পাতা খবর গুজরাতে আচমকা ভাঙল ব্রিজ, মৃত অন্তত ৪০

গুজরাতে আচমকা ভাঙল ব্রিজ, মৃত অন্তত ৪০

152 views
A+A-
Reset

আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু। ঘটনাটি গুজরাতের মরবিতে। সন্ধ্য়ায় মাচ্চু নদীর উপরে ঝুলন্ত সেতু ভেঙে পড়ে। নদীতে পড়ে যান অনেকে। মৃত কমপক্ষে ৪০। স্থানীয় সূত্রে খবর, এখনও নিখোঁজ প্রায় শ’খানেক।

সংস্কারের পর দিনকয়েক আগেই চালু করা হয়েছিল ঐতিহাসিক ব্রিজ। রবিবার সন্ধেতে মোরবি জেলার মাচ্চু নদীর উপর ওই ঝুলন্ত সেতু ভেঙে আহত হন বহু মানুষ। সেতুর উপরে থাকা সকলেই নদীতে পড়ে যান। এঁদের অনেককেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

সামনেই গুজরাতের বিধানসভা নির্বাচন। তার আগে রবিবারই তিন দিনের গুজরাত সফরে এসেছেন মোদী। তার মধ্যেই এই বিপর্যয়। গুজরাতের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র পটেল শোক প্রকাশ করেন এই ঘটনায়। রাজ্য সরকারের তরফে নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা ঘোষণা করা হয়েছে। আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে রাজ্য সরকার।

প্রসঙ্গত, সংস্কারের পর গুজরাতি নববর্ষে উপলক্ষে সর্বসাধারণের জন্য সেতুটি খুলে দিয়েছিল প্রশাসন। তার পর এ দিন দুর্ঘটনা। সেই সময় সেতুতে অনেকে ছিলেন। সকলেই নদীতে পড়েন। ঠিক কত জন নদীতে পড়েছেন তা এখনও স্পষ্ট নয়। উদ্ধারকাজ শুরু করে দিয়েছে প্রশাসন। হাত লাগান স্থানীয়রাও। পরে উদ্ধারকাজে নামে বিপর্যয় মোকাবিলা বাহিনীও।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.