কলকাতা: ডিএলএড বা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন কোর্সে ভর্তি প্রক্রিয়ায় অন্তবর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের নির্দেশ, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে আপতত ছাত্র ভর্তি করা যাবে না।
হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশের ফলে আর কোনো আবেদনপত্র গ্রহণ করতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। ৫ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। সেদিন মামলার সবপক্ষ নিজেদের মতামত জানাবে।
ডিএলএড কোর্সে ভর্তির ক্ষেত্রে নতুন দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ, নতুন ভরতির আবেদন গ্রহণে নিয়ম মানা হয়নি। এমনকী, নিয়ম বহির্ভূতভাবে ভরতির জন্য অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছিল। সেই অভিযোগেই প্রধান বিচারপতির এজলাসে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। গত ২৮ ডিসেম্বর এই ভর্তি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই বিজ্ঞপ্তির একাংশকে চ্য়ালেঞ্জ করে দায়ের হয় মামলা।
প্রসঙ্গত, দু’বছরের শিক্ষাবর্ষে ভর্তির জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি ডিএলএডের জন্য ফর্ম পূরণ করা যাবে। যদিও মামলাকারীদের প্রথম প্রশ্ন, দেড় বছর কোর্স হয়ে যাওয়ার পর কী ভাবে এই ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হল। একইসঙ্গে কোর্সের ফি নিয়েও মামলাকারী অভিযোগ তোলেন। এই কোর্সে আবেদনের জন্য জেনারেল প্রার্থীর ক্ষেত্রে ৩০০ টাকা লাগে। তফসিলি জাতি ও উপজাতির ক্ষেত্রে লাগে ১৫০ টাকা। কিন্তু মামলাকারীর বক্তব্য, পর্ষদ সম্প্রতি যে বিজ্ঞপ্তি দিয়েছে তাতে আবেদনের জন্য ৩ হাজার টাকা ফি দিতে হবে।