প্রথম পাতা খবর হাওড়ায় পুরনো পথেই রাম নবমীর মিছিলের অনুমতি হাইকোর্টের

হাওড়ায় পুরনো পথেই রাম নবমীর মিছিলের অনুমতি হাইকোর্টের

62 views
A+A-
Reset

কলকাতা: রাম নবমী আগামী ১৭ এপ্রিল। রামনবমী উদযাপন নিয়ে সতর্ক পুলিশ-প্রশাসন। ওইদিন পুজো ও পরের দিন মিছিল বেরোনোর সময় যাতে আইনশৃঙ্খলা ঠিক থাকে, সেসব নিয়েই আগাম প্রস্তুতি চলছে। এরই মধ্যে হাওড়ায় বিশ্ব হিন্দু পরিষদের রাম নবমীর শোভাযাত্রা নিয়ে রাজ্যের আপত্তিতে আমল দিল না আদালত।

অতীতে রাম নবমীর মিছিলে গন্ডগোলের সূত্র ধরে রাজ্য সরকার শোভাযাত্রার রুট বদলের আবেদন জানিয়েছিল। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে এই মামলার শুনানি হয়। যদিও হাওড়ার ওই শোভাযাত্রা নিয়ে রাজ্যের আবেদনে না দিয়ে হাইকোর্ট জানিয়ে দেয়, রাজ্য পুলিশ যদি সেই মিছিল নিয়ন্ত্রণ করতে না পারে, যদি তাদের পর্যাপ্ত বাহিনী না থাকে, তা হলে কেন্দ্রের বাহিনী চাইতে হবে রাজ্যকে।

মামলার শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়, রাম নবমীর মিছিলে নিরাপত্তা দেওয়ার জন্য পর্যাপ্ত বাহিনী তাদের কাছে নেই। তাছাড়া গতবার ওই মিছিলকে কেন্দ্র করে অশান্তি হয়েছিল। তার এনআইএ তদন্ত চলছে। ১১ জনকে গ্রেফতার করেছে এনআইএ। এবছর একই পথে মিছিল হলে ফের অশান্তি হতে পারে।

এখানেই বিচারপতির বক্তব্য, মাত্র ২০০ জন শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন। তার পরও যদি পুলিশ মিছিল নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে কিছু বলার নেই। বাহিনী কি সব ভোটের কাজে চলে গেছে না কি? তেমনটা হলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে মিছিলের ২৪ ঘণ্টা আগে বাহিনী চাইতে হবে রাজ্য পুলিশকে। সেই মতো নিরাপত্তার ব্যবস্থা করবে কেন্দ্রীয় বাহিনী।

একই সঙ্গে উচ্চ আদালত জানিয়ে দেয়, শোভাযাত্রায় ২০০ জনের বেশি লোক থাকলে তার দায় থাকবে সংগঠনের ৫ জনের, যাঁরা মিছিল নিয়ন্ত্রণ করবেন। তাঁদের নাম পুলিশকে জানিয়ে রাখতে হবে। একইসঙ্গে বলা হয়েছে, কোনও অস্ত্র ব্যবহার করা যাবে না। আদালতের নির্দেশ, একটি গাড়ি ব্যবহার করা যাবে শোভাযাত্রায়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.