326
কলকাতা: আজ, সোমবার ইডেনে কলকাতা বনাম দিল্লি ম্যাচ। আইপিএলে নিজেদের শেষ ম্যাচে পঞ্জাবের বিপক্ষে বড় রান করেও কেকেআর জিততে পারেনি। এর পর, সোমবার গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে তারা।
শেষ ম্যাচ জিতে আত্মবিশ্বাসী ঋষভ পন্থরা। বাড়তি পাওনা দিল্লি ক্যাপিটালস টিমের ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। অন্য দিকে, কলকাতা শেষ ম্যাচে হেরে গিয়েছে পঞ্জাব কিংসের বিরুদ্ধে। তাই শ্রেয়স আয়ারেরা মরিয়া হয়ে থাকবেন জেতার জন্য।
আইপিএলের ইতিহাসে ৩৩টি দ্বৈরথে ১৭ বার দিল্লিকে হারিয়েছে কলকাতা। দিল্লির জয় ১৫টিতে, একটি ম্যাচে ফয়সালা হয়নি। দুই দলের শেষ সাক্ষাতে বিশাখাপত্তনমে ৩ এপ্রিল কেকেআর তাদের সর্বাধিক ৭ উইকেটে ২৭২ রান তুলে ১০৬ রানে হারিয়েছিল ক্যাপিটালসকে।
ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ৭টায়। দেখা যাবে স্টার স্পোর্টস এবং জিও সিনেমায়।