ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে গিয়ে ‘লক্ষ্মী ভাণ্ডার’ কমর্সূচির সমালোচনা সিবিআই-এর, বিক্ষোভ

ডেস্ক : ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে নেমে শনিবার দু’জনকে আটক করল সিবিআই। তাদের নদিয়ার চাপড়া থেকে আটক করা হয়েছে।

কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসা মামলার তদন্ত শুরু করেছে সিবিআই। এ দিন সকালে সিবিআই আধিকারিকরা পঞ্চায়েত অফিসে যান। সেখান থেকেই চাপড়ার হৃদয়পুরের বাসিন্দা দু’জনকে গ্রেফতার করেন তাঁরা।

জানা গিয়েছে, পঞ্চায়েত অফিসে বিজয়া ঘোষ ও অসীমা ঘোষ নামে দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করার সময়ই তাদের আটক করে চাপড়া থানায় নিয়ে যাওয়া হয়।

এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েন এলাকাবাসী। সিবিআই-এর গাড়ি আটকে ধরে বিক্ষোভ দেখান তারা।

পড়তে পারেন : উৎসবের মরশুমে রাজ্যগুলিকে বড় জমায়েতে রাশ টানতে বলল স্বরাষ্ট্রমন্ত্রক

তৃণমূলের অভিযোগ, পঞ্চায়েত অফিসে ঢুকে সিবিআই আধিকারিকরা লক্ষ্মী ভাণ্ডার কর্মসূচিকে কটাক্ষ করেন। দলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলা সম্পাদক সুখদেব ব্রহ্ম জানিয়েছে,‘‘ সবাই সিবিআই তদন্তের সহযোগিতা করছিল। কিন্তু ওরা তদন্তে এসে রাজ্য সরকারের কর্মসূচিকে কটাক্ষ করছিল। সে কারণে এলাকার মানুষ বিক্ষোভ দেখিয়েন।’’

এ দিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের বক্তৃতায়ও সিবিআই তদন্ত নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, ‘‘সিবিআই-তে আমার আপত্তি নেই। কিন্তু বিজেপি নেতাকে নিয়ে গ্রামে গ্রামে কেন যাবে? মানবাধিকার কমিশন কি শুধু বাংলার জন্য? ত্রিপুরার জন্য নয়? ওখানে রোজ মারছে আমাদের কর্মীদের”।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন