প্রথম পাতা খবর বাতিল হল CBSE দ্বাদশ শ্রেণির পরীক্ষা

বাতিল হল CBSE দ্বাদশ শ্রেণির পরীক্ষা

88 views
A+A-
Reset

ডেস্ক: কোভিড পরিস্থিতির দিকে নজর রেখে CBSE দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করা হয়েছে। অর্থাৎ চলতি বছরে সিবিএসসি (CBSE) বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে না। পড়ুয়াদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।


বোর্ডের তরফে জানানো হয়েছে, করোনাভাইরাস পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তা এবং সবপক্ষের আলোচনার ভিত্তিতে এবছরে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও বলা হয়েছে, নির্দিষ্ট সময়মের মধ্যে উপযুক্ত পদ্ধতি মেনে পড়ুয়াদের নম্বর দেওয়া হবে। গত বছরের মতো এবারও যদি কোনও শিক্ষার্থী নিজেদের প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট না হয়, তাহলে আবার পরীক্ষা দিতে পারবেন। পরিস্থিতি উপযুক্ত হলে তবেই সেই পরীক্ষা নেওয়া হবে।


এ দিন বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য ও ভবিষ্যতের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের দুশ্চিন্তার অবসান ঘটবে এই সিদ্ধান্তে। এই কঠিন পরিস্থিতিতে কোনও পড়ুয়া পরীক্ষা দিতে যেত বাধ্য হবে না।’

পরীক্ষা বাতিলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন, ‘দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল হয়ে হওয়ায় আমি স্বস্তি পেয়েছি। ছেলেমেয়েদের স্বাস্থ্যের বিষয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন ছিলাম। অবশেষে স্বস্তি পাওয়া গেল।’

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.