ডেস্ক: শুধু রাহুল গান্ধী নন, বন্ধ করা হয়েছে একাধিক শীর্ষ কংগ্রেস নেতার টুইটার অ্য়াকাউন্ট। বুধবার এমনই অভিযোগ করল কংগ্রেস।পাশাপাশি দেশজুড়ে ৫,০০০ কংগ্রেস নেতা-কর্মীদের টুইটার অ্যাকাউন্টও ব্লক দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। সেইসঙ্গে কেন্দ্রকে কটাক্ষ করে কংগ্রেসের তরফে বলা হয়েছে, ‘মোদীজি (নরেন্দ্র মোদী) কতটা ভয় পেয়েছেন?’
দেশের এই সবচেয়ে পুরনো রাজনৈতিক দলটির অভিযোগ, টুইটারের তরফে বন্ধ করা হয়েছে কংগ্রেসের মিডিয়া ইনচার্জ রণদীপ সুরজেওয়ালা, AICC-র সাধারণ সম্পাদক তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মাকেন, লোকসভার সদস্য মণিক্কম ঠাকুর, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং এবং মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেবের টুইটার অ্যাকাউন্ট।
আরও পড়ুন: দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠক রাজ্যপালের, সৌজন্য সাক্ষাৎ’ বললেন ধনকড়
এই অভিযোগকে হাতিয়ার করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। তাদের অভিযোগ, কেন্দ্র কলকাঠি নাড়ায় রাহুল গান্ধী-সহ তাঁদের শীর্ষ নেতাদের টুইটার অ্যাকাউন্ট ব্লক করেছে টুইটার। কণ্ঠরোধের চেষ্টা করছে কেন্দ্র।ফেসবুকে কংগ্রেস লিখেছে, ” আমাদের নেতাদের জেলে রাখা হয়েছিল, তখনও আমরা ভয় পেতাম না। ট্যুইটার অ্যাকাউন্ট বন্ধ করা নিয়ে আমরা কী ভয় পাব। আমরা কংগ্রেস, জনগণের জন্য আমাদের বার্তা, আমরা লড়াই করব এবই লড়াই চালিয়ে যাব।”