দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠক রাজ্যপালের, সৌজন্য সাক্ষাৎ’ বললেন ধনকড়

ডেস্ক: দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বুধবার পার্লামেন্টে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তিনি। বন্ধ ঘরে দু’জনের মধ্য়ে বেশ কিছুক্ষণ বৈঠক হয়। যদিও এই দেখা করাকে নিতান্তই ‘সৌজন্য সাক্ষাৎ’ বলেছেন রাজ্যপাল।


তবে কী নিয়ে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হবে, তা নিয়ে কোনও স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। এমনকী, বাইরে এসে সেই বৈঠককে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলে দাবি করেছেন জগদীপ ধনখড়ও। গতকাল রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তারপরই দিল্লি উড়ে যান ধনখড়। রাজ্যপালের এই সফর ঘিরে তাই তীব্র জল্পনা রাজনৈতিক মহলে।

আরও পড়ুন: সংসদে বিরোধীদের এত খারাপ আচরণ, দেখে আমি আতঙ্কিত! আবেগতাড়িত হয়ে কেঁদে ফেললেন বেঙ্কাইয়া নাইডু


এর আগে গত জুন মাসেও দিল্লি সফরে গিয়েছিলেন জগদীপ ধনখড়। সেই সময় পরপর দু’বার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন তিনি। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন তিনি। এর আগে রাজ্যের ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে আলোচনা করেছিলেন রাজ্যপাল। তবে এ বার ঠিক কোন ইস্যুতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ধনখড়, তা জানা যায়নি।

Related posts

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের

দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি, জারি কমলা সতর্কতা