রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। এ নিয়ে কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রক রেশন সংক্রান্ত নির্দেশিকায় সংশোধনের প্রস্তাব দিচ্ছে।
সরকারি সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্যসচিব রাজ্যের খাদ্যসচিবদের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেন। ২০১৫ সালের নির্দেশিকায় সংশোধন এনে নতুন রেশন কার্ড ইস্যুর সময় ই-কেওয়াইসি ফর্ম পূরণের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নেওয়ার কথা বলা হয়েছে।
এই পদক্ষেপের ফলে ভবিষ্যতে রেশন সামগ্রী সরবরাহের পরিবর্তে নগদ ভর্তুকির পথ খুলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় বর্তমানে ৮১.৩৫ কোটি মানুষ মাসে মাথাপিছু ৫ কেজি চাল বা গম পেয়ে থাকেন।