রবিবার সাতসকালেই সঞ্জয় রাউতের বাড়িতে হানা ইডির

রবিবার সাতসকালেই সঞ্জয় রাউতের বাড়িতে হানা ইডির। সঙ্গে নিয়ে যান আধাসামরিক বাহিনীকে৷ মুম্বইয়ের বান্দুপ এলাকায় বাড়ি শিবসেনা সাংসদের৷ এদিন ইডির আধিকারিকরা ভিতরে ঢুকতেই বাড়ি ঘিরে ফেলে সিআরপিএফ৷ জানা গিয়েছে, এর আগে দু’বার তিনি অর্থ-পাচারের মামলায় জিজ্ঞাসাবাদের সমন এড়িয়ে যান। তাঁদের দাবি তদন্তে সহযোগিতা করছেন না শিবসেনা সাংসদ।

এই মামলায় শিবসেনা নেতার বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি? যার মধ্যে রয়েছে দাদর এবং আলিবাগেপ সম্পত্তি৷ গত এপ্রিলে সঞ্জয়ের স্ত্রী বর্ষা এবং তাঁর দুই সহযোগীর সাড়ে ১১ কোটি টাকার বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়৷

টুইট করেন সঞ্জয় রাউত৷ লেখেন, ‘মিথ্যা প্রমাণের ভিত্তিতে মিথ্যা অভিযান৷ মরে গেলেও আত্মসমর্পণ করব না৷ শিবসেনা ছাড়ব না৷ কোনও কেলেঙ্কারিতে আমি জড়িত নই৷ শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরের নামে শপথ নিয়ে কথাগুলি বলছি৷ বালাসাহেব আমাদের লড়াই করা শিখিয়েছেন৷ শিবসেনার জন্য লড়াই আমি চালিয়ে যাব৷’

সূত্রের খবর, পরপর দুবার হাজিরা এড়ানোর কারণেই সরাসরি শিবসেনা নেতার বাড়িতে হাজির হন ইডি আধিকারিকেরা। তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হতে পারে জিজ্ঞাসাবাদের জন্য। মুম্বইয়ে পত্র চউল নামক একটি আবাসন প্রকল্পে আর্থিক দুর্নীতির মামলায় নাম জড়িয়েছে শিবসেনা নেতার। ওই আর্থিক বেনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত মামলাতেই ১ জুলাই তলব করা হয়েছিল সঞ্জয় রাউতকে। সেইদিন তিনি হাজিরা দিয়েছিলেন। টানা ১০ ঘণ্টা ধরে জেরা করা হয় তাঁকে এবং বেআইনি আর্থিক লেনদেন আইনের অধীনে তাঁর বয়ান রেকর্ড করা হয়। ইডি দফতর থেকে বেরিয়ে সেদিন তদন্তে সবরকমের সহযোগিতা করার কথা বলেছিলেন তিনি। কিন্তু এরপরে ২০ জুলাই ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলে, রাউত তাঁর আইনজীবীদের মাধ্যমে ইডিকে জানান যে, সংসদ অধিবেশন চলায় তিনি অত্যন্ত ব্যস্ত। ৭ অগস্টের পরই তিনি হাজিরা দিতে পারবেন।

Related posts

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতহানির অভিযোগ! চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে পথে তৃণমূল মহিলা কংগ্রেস

মালদহে দেবের হেলিকপ্টারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন তারকা অভিনেতা

নির্বাচনী সভা থেকে ‘চাকরিহারা’দের বড়সড় আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর