ডিএ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, কত হল

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) ২ শতাংশ বাড়ানোর অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর ফলে ডিএ বেড়ে ৫৫.৯৮ শতাংশ হল, যা আগে ছিল ৫৩.৯৮ শতাংশ। এই সুবিধা কর্মচারী ও পেনশনভোগীরা পাবেন। তবে সাম্প্রতিক সময়ে এটি সবচেয়ে কম হারে বৃদ্ধি।

সরকার মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই ডিএ নির্ধারণ করে। চলতি ত্রৈমাসিকে খুচরো মূল্যবৃদ্ধির হার কম থাকায় এবার ডিএ বৃদ্ধি তুলনামূলকভাবে কম হয়েছে। ২০২১ সালে কোভিড পরবর্তী সময়ে পুনরায় ডিএ চালুর পর সাধারণত ৩-৪ শতাংশ হারে বৃদ্ধি করা হয়েছিল।

অন্যদিকে, রাজ্য সরকারি কর্মীদের জন্য আগামী ১ এপ্রিল থেকে ১৮ শতাংশ হারে নতুন ডিএ কার্যকর হবে। ফলে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীদের ডিএর ব্যবধান ৩৭ শতাংশে পৌঁছাবে।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?