কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি

কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। রবিবার নওশাদ সিদ্দিকির বাড়ি পৌঁছন সিআইএসএফ-এর সাত জওয়ান।

মনোনয়ন পর্বে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। বোমাবাজি, গুলিগোলায় ঝরে রক্তও। মনোনয়ন পর্বে সবথেকে বেশি বলি ভাঙড়েই। বারবার হুমকি পেয়ে নিরাপত্তা নিয়ে শঙ্কিক ভাঙড়ের বিধায়র নওশাদ সিদ্দিকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখার সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন নওশাদ সিদ্দিকি। ভাঙড়ের বিধায়কের আবেদন খতিয়ে দেখে তাঁকে অবিলম্বে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেই মতোই কেন্দ্রীয় নিরাপত্তা পৌঁছয় তাঁর বাড়ি।

এদিকে তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে আগেই জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল। কিন্তু সেটা রাজ্যে তরফে। এ বার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাচ্ছেন নওশাদ। কেন্দ্রীয় বাহিনী এসে যাওয়ার পরেই কিছুটা স্বস্তিতে আইএসএফের সাধারণ কর্মীরা। কারণ বিধায়কের সুরক্ষা নিয়ে তাঁদের একাংশও উদ্বেগে ছিলেন।

প্রসঙ্গত নওশাদ যখন অমিত শাহকে চিঠি দিয়েছিলেন তার ৪৮ ঘণ্টার মধ্য়ে সেই সুরক্ষার দাবি মঞ্জুর হয়ে যায়। এরপরই এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আইএসএফ বিধায়কের বাসভবনে চলে আসেন।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন