সুখবর! ফের ডিএ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীচারীদের, জানুন কত

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর!বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারী মহার্ঘ ভাতা (DA)। শুক্রবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেম কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

এই বৃদ্ধি সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুসারে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ। আরও ৪ শতাংশ বাড়ায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়াল ৪২ শতাংশ। যা ১ জানুয়ারি, ২০২৩ থেকে কার্যকর।

শুক্রবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির (CCEA) বৈঠকের পরে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ত্রাণ বৃদ্ধির কারণে রাজকোষের উপর প্রতি বছর ১২,৮১৫.৬০ কোটি টাকার বাড়তি বোঝা চাপল।

মন্ত্রী জানান, সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশের উপর ভিত্তি করেই এই বৃদ্ধির ফরমুলা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন ৪৭.৫৮ লক্ষ কর্মী এবং ৬৯.৭৬ লক্ষ পেনশনভোগী। চলতি বছরের জানুয়ারি মাসের হিসেবে বর্ধিত হারে ডিএ পাবেন তাঁরা।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে