Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চম্পই সোরেন - NewsOnly24

ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চম্পই সোরেন

শুক্রবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন জেএমএম নেতা তথা দলের সহ সভাপতি চম্পই সোরেন। বুধবার মুখ্যমন্ত্রীপদ থেকে পদত্যাগ করেন হেমন্ত সোরেন। তাঁর পরিবর্তে নতুন মুখ্যমন্ত্রী বেছে নিল জেএমএম।

জিজ্ঞাসাবাদের পর বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করে হেমন্ত সোরেনকে। তার আগে পর্যন্ত সে রাজ্যের মুখ্যমন্ত্রী কুর্সিতে ছিলেন হেমন্ত। গ্রেফতারির আগে রাজভবনে গিয়ে জমা দেন নিজের ইস্তফা পত্র। ঠিক হয় পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন চম্পই সোরেন।

বৃহস্পতিবার বিকেলে চম্পই সোরেন রাজ্যের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করেন। তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেসের পরিষদীয় নেতা আলমগির আলম, সিপিআই (এমএল)-এর বিনোদ সিংহ এবং জেভিএম (বর্তমানে কংগ্রেস) বিধায়ক প্রদীপ যাদব। মধ্যরাতে চম্পইকে শপথের জন্য আমন্ত্রণ জানানো হয়।

এ দিন নয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে মন্ত্রী হিসাবে শপথ নিলেন কংগ্রেস বিধায়ক তথা দলের পরিষদীয় নেতা আলমগির আলম এবং লালুপ্রসাদ যাদবের দল আরজেডির সত্যানন্দ ভোগতা। আলমগির এবং সত্যানন্দ, দু’জনেই আগে হেমন্ত সোরেন মন্ত্রিসভার সদস্য ছিলেন।

Related posts

বিহারে এনডিএর ঝড়ের পর দশমবার মুখ্যমন্ত্রীর আসনে নীতীশ, গান্ধী ময়দানে শক্তিপ্রদর্শনের মঞ্চ

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের ইঙ্গিত, বাড়ছে তাপমাত্রা—শীতের গতি থমকাল রাজ্যে

বিএলওদের হয়রানি নয়, কঠোর সতর্কতা নির্বাচন কমিশনের—স্কুলে চাপে পড়লে ব্যবস্থা নেওয়ার নির্দেশ