আজ বিকেলে ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতায়

ভ্যাপসা গরমে নাজেহাল কলকাতাবাসী। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আগামী কয়েকদিন রাজ্যে আরও বাড়বে তাপমাত্রা। আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। রাজ্যের সব জেলাতেই কমবেশি তাপমাত্রা বেড়েছে। তারই সঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে গোটা বঙ্গে। জানাল আলিপুর আবহাওয়া দফতর।

রবিবার কলকাতায় আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। কিন্তু বিকেলের পর আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, আগামী কয়েকঘণ্টার মধ্যে আবহাওয়ায় বড় বদল আসতে চলেছে। ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে চলেছে ঝড়। এই সময় বাইরের বাইরে বেরোতে বারণ করা হয়েছে।

একইসঙ্গে উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে। তবে তুলনায় একটু বেশি বৃষ্টি হতে পারে কালিম্পংয়ে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক