১৫ মিটার দূরত্বে ঘুরে বেড়াল রোভার প্রজ্ঞান, তুলল ল্যান্ডার বিক্রমের ছবি

চাঁদের মাটিতে নামার পর থেকেই একের পর এক ছবি তুলছে চন্দ্রযান-৩-এর রোভার প্রজ্ঞান। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছে, প্রজ্ঞান রোভারটি প্রায় ১৫ মিটার দূরত্ব অতিক্রম করেছে এবং বিক্রম ল্যান্ডারের একটি একটি ছবিও তুলেছে।

ইতিমধ্যেই প্রজ্ঞান রোভারের তোলা বেশ কিছু প্রকাশ করেছে ইসরো। বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ছবি পোস্ট করে ইসরো লিখেছে, “সীমানা ছাড়িয়ে, চাঁদের দেশে। ভারতের গৌরব কোনো সীমা জানে না! আরও একবার, সহ-ভ্রমণকারী প্রজ্ঞান এক মুহূর্তে বিক্রমের ছবি তুলেছে! এই আইকনিক স্ন্যাপটি আজ প্রায় ১৫ মিটার দূর থেকে ভারতীয় সময় সকাল ১১টা নাগাদ নেওয়া হয়েছিল।”

প্রসঙ্গত, ২৩ সেপ্টেম্বর চাঁদের মাটিতে সফট ল্য়ান্ডিং করে বিক্রম। তার পর শিবশক্তি পয়েন্টে দাঁড়িয়ে থাকা বিক্রমের পেট থেকে গড়িয়ে গড়িয়ে বেরিয়ে এসেছিল সে। তারপর গুটি গুটি পায়ে এগিয়ে গিয়েছে ছয় টাকা বিশিষ্ট ২৬ কেজি ওজনের প্রজ্ঞানের। সে ইতিমধ্যেই অনেক কিছু আবিষ্কার করে কামাল করে দেখিয়েছে।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?