টিকাকরণের নিয়মে পরিবর্তন কলকাতা পুরসভার

ডেস্ক: টিকাকরণের নিয়মে পরিবর্তন কলকাতা পুরসভার।  এবার থেকে সব টিকাকেন্দ্রে মিলবে প্রথম ও দ্বিতীয় ডোজ়। টিকা মিলবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। কোভিশিল্ড ও কোভ্যাক্সিন দুটি ডোজ়ই মিলবে। এবার থেকে ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’ নীতিতে চলবে টিকাকরণ।
পুরসভার নতুন নিয়মে মঙ্গলবার সকাল থেকে পুরসভার ভ্যাকসিন সেন্টারগুলোতে চলছে ভ্যাক্সিনেশন। কেন্দ্রগুলোতে ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ় এক সঙ্গেই দেওয়া হচ্ছে। ফলে ভ্যাক্সিনেশন সেন্টারগুলোতে ভোর থেকেই লম্বা লাইন।


পুরসভা সূত্রে খবর, দ্বিতীয় ডোজে মাত্রাতিরিক্ত কম মানুষের উপস্থিতি বারবার পুরসভাকে ভ্যাকসিন নীতি পরিবর্তনে বাধ্য করছে। ১৯ অগাস্টের বিজ্ঞপ্তি অনুযায়ী মাত্র একদিনের জন্য, অর্থাৎ সোমবার ২৩ অগাস্ট সকাল ১০টা থেকে বিকেল ৩টে পর্যন্ত প্রথম ডোজ এবং বিকেল ৩টে থেকে ৪ টে পর্যন্ত দ্বিতীয় ডোজ দেওয়ার নীতি বলবৎ হয়েছিল। 

আরও পড়ুন: আফগান নিয়ে সর্বদলীয় বৈঠকে থাকবে তৃণমূল, জানালেন মমতা


পুর-আধিকারিকরা বলছেন দুটি টিকার জন্য আলাদা আলাদা স্লট করায় দেখা যাচ্ছিল দ্বিতীয় টিকা নেওয়ার ক্ষেত্রে নাগরিকরাও উদাসীনতা দেখাচ্ছেন। টিকাকরণ সেন্টারের টিকার কর্মীরা হত্যে দিয়ে বসে থাকলেও দিনের শেষে টিকা ফিরে আসছে পুরসভায়। 


কলকাতার বিভিন্ন পুরসভার কেন্দ্রগুলোতে সকাল থেকেই চোখে পড়ছে লম্বা লাইন। পুরসভার এই নতুন নিয়ম অনেকের কাছেই অজানা। অনেকেই জানতে পারছে নতুন নিয়মের কথা। ইতিমধ্যেই তৃতীয় ঢেউয়ের ভ্রূকুটি রয়েছে বাংলায়। তাই আগেভাগেই টিকাকরণে গতি আনতে চাইছেন আধিকারিকরা। সেই কারণেই এই সিদ্ধান্ত।

Related posts

চাকরি বাতিলের রায়ে সায়, তবে মন্ত্রীসভার বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

অবশেষে দেখা গেল বৃষ্টির সম্ভাবনা! কবে থেকে?

সাতসকালে বড়বাজারে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন