Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
চার্জশিট বিতর্কে ফের বিধানসভার স্পিকারকে চিঠি দিল ইডি - NewsOnly24

চার্জশিট বিতর্কে ফের বিধানসভার স্পিকারকে চিঠি দিল ইডি

ডেস্ক: নারদ মামলায় চার্জশিট নিয়ে বিধানসভা-ইডি’র সংঘাত তুঙ্গে। চার্জশিট বিতর্কে ফের বিধানসভার স্পিকারকে চিঠি দিল ইডি। নারদকাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী সহ তিন বিধায়ককে আইন মেনেই চার্জশিট দেওয়া হয়েছে বলে ওই চিঠিতে ফের একবার স্পষ্ট করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।


জানা গিয়েছে, বুধবার নারদ মামলায় বিধানসভার স্পিকারকে দ্বিতীয় চিঠি পাঠাল ইডি। ইডি-র তরফে চিঠি দিয়ে স্পিকারকে জানোন হয়েছে যে, তাদের কোনও প্রতিনিধি আজ বিধানসভায় হাজির হবেন না। পরে, সিবিআই-য়ের তরফে ই-মেইলে স্পিকারকে জানানো হয় যে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই তদন্ত চলছে। এই চিঠিতে ইডি লিখেছে যে, ‘আর্থিক তছরুপ মামলায় নিয়ম মেনেই চার্জশিট করা হয়েছে। এক্ষেত্রে স্পিকারের অনুমোদনের প্রয়োজন পড়ে না।’

আরও পড়ুন: ভবানীপুরে মমতার গড়ে পুলিশের সঙ্গে বচসা সুকান্ত মজুমদারের

উল্লেখ্য,  ১৩ সেপ্টেম্বর বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সিবিআই ও ইডি আধিকারিকদের কাছে চিঠি পাঠান। প্রিভেনশান অফ কোরাপশন আইনের ১৯(‌১)‌ ধারা অনুযায়ী চার্জশিট দেওয়ার ক্ষেত্রে বিধানসভার অধ্যক্ষের অনুমতি নেওয়া উচিত জানিয়েছিলেন বিমানবাবু। 

Related posts

রবিবার ৮ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, যান চলাচলে বড় পরিবর্তন

নতুন বছরে উত্তরবঙ্গের জন্য বড় উপহার, শিলিগুড়ি থেকে দিঘা প্রথম ‘ভলভো স্লিপার’ বাস চালু

ব্রিগেডে সভার অনুমতি পেল না হুমায়ুন কবীরের দল, মুর্শিদাবাদে ১০ লক্ষ জমায়েতের হুঁশিয়ারি