নারদ মামলায় রাজ্যের ৫ নেতা-মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট ইডির

ডেস্ক: নারদ মামলায় চার্জশিট পেশ করল ইডি। ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও  শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার চার্জশিট পেশ করল ইডি। বাদ গেলেন না আইপিএস অফিসার SMH মির্জা-ও। তাঁদের বিরুদ্ধে সমন জারি করে বলা হয়েছে ১৬ নভেম্বর সিবিআই-এর বিশেষ আদালতের সামনে হাজিরা দিতে।

আরও পড়ুন: এবার লক্ষ্য শিল্প, দুর্গাপুরে ৪০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী


তৃণমূলের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় এবং প্রাক্তন আইপিএস এসএমএইচ মির্জার বিরুদ্ধে ইতিমধ্যেই আদালতে সমন জমা দিয়েছে ইডি। অন্যদিকে দুই মন্ত্রী ও এক বিধায়ক, ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় এবং মদন মিত্রের বিরুদ্ধে সমন বিধানসভার স্পিকারের মাধ্যমে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।

Related posts

বিজয়ের সভায় পদপিষ্টে মৃত ৩৯, তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস