লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অ্যাকাউন্ট খোলার জন্য বাড়ছে ব্যাঙ্কের সময়সীমা, ঘোষণা মমতার

ডেস্ক: আগামিকাল থেকে পূর্ণসময় খোলা থাকবে ব্যাংক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সকাল ১০ টা থেকে বিকেল চারটে পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অ্যাকাউন্ট খোলার জন্য বাড়ছে ব্যাঙ্কের সময়সীমা। বৃহস্পতিবার থেকেই ব্যাঙ্ক খোলা থাকলে পুরো সময়। লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট খোলার জন্যই ব্যাঙ্কের সময়সীমা বাড়ানো হচ্ছে।

আরও পড়ুন: নারদ মামলায় রাজ্যের ৫ নেতা-মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট ইডির


বুধবার পানাগড়ে পলিফিল্ম কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, লক্ষ্মীর ভাণ্ডারে প্রায় দেড় কোটি মহিলা নাম লিখিয়ে ফেলেছেন। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কোটি-কোটি মানুষ ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলছেন। আজই পঞ্জাব সরকারের সঙ্গে মউ স্বাক্ষর হয়েছে। যেহেতু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সরাসরি ব্যাঙ্কের মাধ্যমে দেওয়া হবে। প্রতিদিন কয়েকহাজার রাজ্যবাসী দুয়ারে সরকারে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে আবেদন করছেন। যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাঁদের দ্রুততার সঙ্গে তা তৈরি করতে হচ্ছে। কিন্তু ব্যাংক পুরো সময় খোলা না থাকায় সমস্যা তৈরি হচ্ছে। সেই কারণেই ব্যাংক পূর্ণসময় খোলা রাখার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Related posts

আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তীব্র তাপপ্রবাহের সতর্কতা

আজ রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা, বিশেষ ট্রেন ও মেট্রো পরিষেবা

প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সোমবার শুনানি সুপ্রিম কোর্টে