প্রথম পাতা খবর বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, ঝুঁকিতে রয়েছে চেন্নাই, কলকাতা-সহ আরও কিছু বড়ো শহর

বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, ঝুঁকিতে রয়েছে চেন্নাই, কলকাতা-সহ আরও কিছু বড়ো শহর

309 views
A+A-
Reset

এই শতাব্দীতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে অশনি সংকেত। যা এশিয়ার কিছু বড়ো শহর এবং প্রশান্ত মহাসাগরীয় কিছু দ্বীপ এবং পশ্চিম ভারত মহাসাগরকে প্রভাবিত করতে পারে। সাম্প্রতিক একটি গবেষণায় এমনটাই দাবি করা হয়েছে।

এশিয়ার বেশ কিছু মেগাসিটিকে চিহ্নিত করেছে গবেষণা দলটি। দাবি করা হয়েছে, ২১০০ সালের মধ্যে উল্লেখযোগ্য ভাবে ঝুঁকির সম্মুখীন হতে পারে ওই বড়ো শহরগুলি। পরিবেশে যদি উচ্চ মাত্রার গ্রিনহাউস গ্যাস নির্গত হতে থাকে, তা হলে চেন্নাই, কলকাতা, ইয়াঙ্গুন, ব্যাংকক, হো চি মিন সিটি এবং ম্যানিলার সামনে বড়ো বিপদ।

গবেষণাটি নেচার ক্লাইমেট চেঞ্জ জার্নালে প্রকাশিত হয়েছে। এই গবেষণাপত্রটির সহ-লেখক ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমোস্ফেরিক রিসার্চ (NCAR)-এর বিজ্ঞানী এইজিও হু জানিয়েছেন, “অভ্যন্তরীণ জলবায়ু পরিবর্তনশীলতা জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের বৃদ্ধিকে ব্যাপকভাবে শক্তিশালী বা দমন করতে পারে।”

গবেষকদের দাবি, জলবায়ু পরিবর্তনের কারণে সম্ভাব্য বৃদ্ধির উপর প্রাকৃতিক সমুদ্রপৃষ্ঠের ওঠানামার প্রভাবের দিকে নজর দেওয়া হয়েছে এই গবেষণায়। এটি বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের হটস্পট ম্যাপিং করে এই কাজটি করেছে। এমনিতে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে বলে আসছেন, সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সমুদ্রের স্তর বৃদ্ধি পাবে। এৰ অন্যতম কারণ, জল যখন উষ্ণ হয় তখন প্রসারিত হয় এবং বরফের চাদর গলে সমুদ্রে আরও জল বৃদ্ধি ঘটায়।

*ছবিতে বর্ষায় কলকাতা: প্রতীকী ছবি এনডিটিভি-র সৌজন্যে

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.