কলকাতা: শনিবার ব্যাঙ্কশাল আদালত এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিল কংগ্রেসের আইনজীবী নেতা কৌস্তুভ বাগচীকে। হুমকি এবং অশান্তি ছড়ানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ।
বৃহস্পতিবার মুর্শিদাবাদের সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের জয়ের পরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু মন্তব্য করেছিলেন। তার জেরেই শুক্রবার পাল্টা সাংবাদিক বৈঠক করেন কৌস্তভ। সেখানে তিনি ব্যক্তি আক্রমণ করেন বলে অভিযোগ। শনিবার ভোরে তাঁর বাড়িতে পৌঁছে যায় পুলিশ। দীর্ঘক্ষণ চলে তল্লাশি। এরপরেই গ্রেফতার করা হয় তাঁকে।
জানা জানা,তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারাতেও মামলা রুজু করা হয়েছে। ১২০ বি – অপরাধমূলক ষড়যন্ত্র , ৩৫৪ এ, ৫০৩-অপরাধজনক মানহানি, ৫০৪- শান্তি বিঘ্নিত করার জন্য ইচ্ছাকৃত ভাবে উসকানি দেওয়া, ৫০৫- গুজব ছড়ানো , ৫০৯- কটুক্তি, এই ধারাগুলিতে মামলা রুজু করে পুলিশ।
এ দিন বিকেলে রায়দান করে অতিরিক্ত বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট জানান এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে কৌস্তভ বাগচীকে।