Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন দিল্লি এইমস-এ ভর্তি - NewsOnly24

আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন দিল্লি এইমস-এ ভর্তি

তিহাড় জেলে বন্দি আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজনকে (আসল নাম রাজেন্দ্র সদাশিব নিকালজে) চিকিৎসার জন্য দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এ ভর্তি করা হয়েছে।

২০২৪ সালের মে মাসে মুম্বইয়ের একটি বিশেষ আদালত ২০০১ সালে হোটেল ব্যবসায়ী জয়া শেঠির হত্যার দায়ে ছোটা রাজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। বিচারক এএম পাটিল তাঁকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন), ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র) এবং মহারাষ্ট্র সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ আইনের আওতায় অপরাধী সাব্যস্ত করেন।

২০১৫ সালে ইন্দোনেশিয়ার বালি থেকে গ্রেপ্তার হন রাজন। এরপর তাঁকে ভারতে প্রত্যর্পণ করা হয়। তিনি প্রায় তিন দশক পালিয়ে বেড়ান। একসময় তিনি ডন দাউদ ইব্রাহিমের ডানহাত ছিলেন। রাজন এখন পর্যন্ত সাতটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। এর মধ্যে ২০১৮ সালে সাংবাদিক জে ডে-র হত্যাকাণ্ডের জন্যও তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।

২০০১ সালের ৪ মে মুম্বইয়ের গামদেবি এলাকার গোল্ডেন ক্রাউন হোটেলের প্রথম তলায় জয়া শেঠিকে গুলি করে হত্যা করা হয়। অভিযোগ অনুযায়ী, রাজনের নেতৃত্বে তাঁর গ্যাংয়ের লোকেরা এই খুন করে।

২০২৩ সালে সিবিআই-এর একটি বিশেষ আদালত রাজনকে ১৯৯৭ সালে শ্রমিক নেতা ড. দত্ত সামন্তের হত্যার অভিযোগ থেকে মুক্তি দেয়। তবে তিনি এখনও তিহার জেলে থাকবেন, কারণ বিভিন্ন শহরে তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা বিচারাধীন।

Related posts

এ বার রাজ্যপালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন সাংসদ কল্যাণ

পার্থর পর কল্যাণময়, ইডির পরে সিবিআই মামলায়ও জামিন, জেলমুক্তি শুধু সময়ের অপেক্ষা

এসআইআরে ২৮ জনের মৃত্যু! কমিশনকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর, ‘অপরিকল্পিত সিদ্ধান্তেই যাচ্ছে মূল্যবান প্রাণ’