পাঁচলার সভা থেকে ৯০০-র বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী

হাওড়া: বৃহস্পতিবার হাওড়া জেলার পাঁচলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের ১৫টি জেলার ৯০০টির বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাঁচলার সভায় এই বিশাল সংখ্যক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে মুখ্যমন্ত্রী বলেন, “নতুন করে ৬ লক্ষ মানুষের কাছে সরাসরি সরকারি পরিষেবা পৌঁছে যাবে”। তাঁর স্পষ্ট বার্তা, সমালোচনায় তাঁর কিছু এসে যায় না। মানুষের কাজ করার জন্য তিনি সব ধরনের সমালোচনা সহ্য করবেন। তিনি বলেন, “আগে বাংলাকে দেখে মুখ বেঁকাতো। তাদের বলি এখন এসে বাংলাকে দেখে যান। বাংলা এখন গোটা দেশে মডেল হয়ে গিয়েছে। কন্যাশ্রী আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে, দুর্গাপুজো ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে। এখন অন্যান্য রাজ্য আমাদের অনুকরণ করছে। ভালো কাজ অনুকরণ করা ভালো”।

তাঁর কথায়, “৯০০-র বেশি প্রকল্পের শিলান্যাস হল আজ। দুয়ারে সরকারে ৯ কোটি দরখাস্ত এসেছিল। তার মধ্যে ৭ কোটিরও বেশি দেওয়া হয়ে গেছে। আজ ৬ লক্ষ মানুষের কাছে সরাসরি পৌঁছবে পরিষেবা। কোনও জেলা যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হয় সেজন্য এই ব্যবস্থা। বনদফতরের জন্য ৩০০টি মোটরসাইকেল দেওয়া হয়েছে। বলাগড়ে পর্যটন কেন্দ্র করা হয়েছে। সাগর হাসপাতালে নতুন ক্যানসার ভবন চালু হল। ২০৮ টি পানীয় জল প্রকল্পের শিলান্যাস। ২০২৪-এর মধ্যে সব বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া লক্ষ্য। বানতলায় চর্মশিল্পের নতুন ৩টি ইউনিট তৈরি হয়েছে। বানতলার চর্মশিল্পে ৩ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে। ফুরফুরা শরিফে ১০০ শয্যার হাসপাতাল তৈরি হয়েছে। হাওড়া জেলাকে এমএসএমই হাব হিসাবে গড়ে তোলার পরিকল্পনা হয়েছে। ডুমুরজলা স্টেডিয়ামের নতুন নাম হয়েছে সবুজ সাথী। দেউচা পাঁচামি প্রকল্পে ৩৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে”।

পাশাপাশি বিরোধীদের নিশানা করতেও এদিন ছাড়েনি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমরা যে কাজ করেছি, একবার সব বলতে শুরু করলে সারাদিন আমাকে যাঁরা গালাগালি দেয় তাদের মাথা কুটতে হবে”। কেন্দ্রের শাসক দল বিজেপি-কে নিশানায় রেখে মমতা বলেন, “নির্বাচনের সময় বড় বড় কথা। উজ্জ্বলা গ্যাস দেবে, তারপর ধাঁ। লাইফ ইনস্যুরেন্সে অনেকের টাকা রয়েছে। হাইজিং লোন আছে, ব্যাঙ্কের জমা আছে… সেই টাকাগুলো কোথায় যাচ্ছে? আদার ব্যাপারীদের ঘরে চলে যাচ্ছে। যে কোনও দিন বলবে, এলআইসি, ব্যাঙ্ক উঠিয়ে দাও”।

Related posts

ভোটের পর ইন্ডিয়া জোটের সরকার গঠন, বাইরে থেকে সবরকম সাহায্য, বার্তা মমতার

শ্লীলতাহানির পর প্রকাশ্যে পুরনো এক ধর্ষণের অভিযোগ, রাজ্যপালের বিরুদ্ধে আন্দোলনে নামছে তৃণমূল

বাড়ছে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন কয়েকটি জেলায়