‘ধান ফিরিয়ে দিলে থানায় গিয়ে এফআইআর করুন, কড়া বার্তা মমতার

পূর্ব বর্ধমান জেলায় দাঁড়িয়ে মাটি উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘ধান ফিরিয়ে দিলে থানায় গিয়ে এফআইআর করুন। ধান কেনা নিয়ে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানেই কৃষকদের জন্য একগুচ্ছ ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্ধমানের নবাবহাটের গোদার মাঠের প্রশাসনিক কর্মসূচি থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বর্ধমানে মাটি উৎসবে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা জানিয়েছেন, রাজ্যের ৮৯ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ১০ হাজার করে টাকা পৌঁছে গিয়েছে।
কৃষকবন্ধু প্রকল্পেরই অধীনে কৃষকদের টাকা পাঠানো হয় এদিন। মুখ্যমন্ত্রী বলেন, ‘খরিফ মরশুমের জন্য নতুন কৃষকবন্ধু প্রকল্প করেছি, তাতে ৭৯ লক্ষ কৃষককে ২ হাজার ৩৮৫ কোটি সাহায্য দেওয়া হল। ৭৯ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে টাকা চলে গেল। ভোটের সময় বলেছিলাম আমরা জিতলে ১০ হাজার করব, খেত মজুরদের ডবল করব। এবছর ১০ হাজার করে চালু করেছি। এটা দৃষ্টান্ত স্বরূপ।’

মমতা বলেন, আমার কাছে এমন অনেক অভিযোগ আসছে। চাষিরা যখন কৃষক মান্ডিতে ধান বিক্রি করতে যাচ্ছে তখন ঘোরানো হচ্ছে। এমনকি নানা ভাবে হেনস্থাও করা হচ্ছে। আর তা সামনে আসার পরেই এই বিষয়ে পঞ্চায়েত থেকে শুরু করে জেলা প্রশাসনকে কড়া বার্তা প্রশাসনিক প্রধানের। এবার থেকে যদি ঘরানো হয় তাহলে পুলিশে গিয়ে এফআইআর করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি বিডিও অফিসে গিয়েও অভিযোগ জানানোর কথাও বলেন মমতা। ওসি’দের এই বিষয়ে আগে ‘অ্যাকশন’ নেওয়ার কথাও জানান তিনি।

পাশাপাশি যারা কৃষি বিপণনের সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁরা যদি ঠিকমতো কাজ না করে, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী জানান, ‘‌কেন্দ্রীয় সরকার এই রাজ্য থেকে এক লাখ মেট্রিকটনও ধান কেনেনি। অথচ যে রাজ্যে আমাদের থেকে ধান কম হয়, সেখান থেকে ধান কিনেছে।’‌

আরও পড়ুন :

মনোনয়ন পেশ করলে বিরোধীদের মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা

ঊর্ধ্বমুখী কোভিডের দৈনিক সংক্রমণ গ্রাফ

অতি বর্ষণে ভাসছে উত্তর, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টি নয়

৪১ বারের চ্যাম্পিয়ন মুম্বইকে  হারিয়ে এই প্রথমবার রঞ্জি চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশ

টাউন বড়দোয়ালি কেন্দ্র থেকে জয়ী মুখ্যমন্ত্রী মানিক সাহা, আগরতলায় জিতলেন সুদীপ

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক