বাংলা ভাগের প্রস্তাব নিয়ে বিধানসভায় ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা: সোমবার বিধানসভার অধিবেশনে বাংলা ভাগের প্রসঙ্গ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলা ভাগ প্রসঙ্গে মমতা বলেন, ‘‘ভোট চলে গেলেই ভাগাভাগি ইস্যুকে নিয়ে আসা হয়। এক জন বলছেন, মুর্শিদাবাদ-মালদহ ভেঙে দাও। কেউ বলছেন, অসমের তিনটি জেলাকে নিয়ে নতুন কিছু করো। কেউ আবার উত্তরবঙ্গকে উত্তর-পূর্বের সঙ্গে যুক্ত করে দিতে বলছেন।’’

প্রসঙ্গত, ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে সংসদে বাংলা, বিহার এবং ঝাড়খণ্ডের কিছু অংশকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার প্রস্তাব দিয়েছেন।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন