446
নিজস্ব প্রতিনিধি : জনতার সঙ্গে লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড সংগ্রহ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
মঙ্গলবার সকালে কলকাতা পুরসভার ৭৩ নম্বর ওয়ার্ডের হরিশ মুখার্জি রোডে, কলকাতা পুরসভার অডিটোরিয়াম জয় হিন্দ ভবনে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে তিনি এই কার্ড সংগ্রহ করেন।
তাঁর সঙ্গে ছিলেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা এবং কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম।
উল্লেখ্য রাজ্য সরকার রাজ্যের দশ কোটি মানুষকে বিনামূল্যে বছরে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য পরিষেবা দিতে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে এই কার্ড দেওয়ার কাজ শুরু করেছে। ইতিমধ্যেই সাড়ে সাত কোটি মানুষ স্বাস্থ্যসাথী কার্ড হাতে পেয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।